ইস্তিরি
নওরোজ ইমতিয়াজ
দু-কানে ভীষণ দগদগে পোড়া ক্ষত ল’য়ে এক রোগী
চেম্বারে আসি বলিল, ‘বাঁচান! আমি যে ভুক্তভোগী।’
সবিস্ময়ে ডাক্তার কন, ‘কেমনে পুড়িল কান?
সবিস্তারে সেই কথা আগে বিশদ বলিয়া যান।’
রোগী নিরুপায় কহিল, ‘জনাব, কাহিনিটি বিদারক
বলিতেছি তবে কেমন করিয়া দগ্ধ হইল ত্বক।
বাড়িতে বসিয়া করিতেছিলাম কাপড়সমূহ ইস্ত্রি
হঠাৎ তখন ফোন করিয়াছে ইলেকট্রিকের মিস্ত্রি।
গরম ইস্ত্রি মনের ভুলেতে ঠেকায়েছি ডান কানে
কী যে ব্যথা! আহা! যার পুড়িয়াছে, জানে সেই শুধু জানে!’
ডাক্তার কন, ‘বুঝিলাম, ইহা ঘটিয়াছে ডান কানে
কিন্তু কীভাবে বামটি পুড়িল? ভেজালটা কোনখানে?’
জবাব আসিল কাতরকণ্ঠে, গলাতে হতাশ টোন
‘মিস্ত্রি ব্যাটা তো একটু পরেই ফের করিয়াছে ফোন।’