তাহারা পুরুষ জাতি
নওরোজ ইমতিয়াজ
জগৎজুড়িয়া এক জাতি আছে, তাহারা পুরুষ জাতি
ভালোবাসিয়াই আজও তাহাদের কাটিছে দিবস-রাতি।
মার্কিনিদের একটি করিয়া বউ আর বান্ধবী
বান্ধবীকেই বেশি ভালোবাসে, ইহা তাহাদের হবি।
পত্নীও এক, প্রেয়সীও এক– নিপাট ইউরোপীয়
দুইয়ের মধ্যে পত্নী কেবল তাহার নিকট প্রিয়।
দয়িতা এবং গোলাম-বাঁদি, গাহি সাম্যের গান
সকলেরে সম ভালোবাসে দেখো ওই যে আফ্রিকান!
প্রণয়িনী নাকি বউ বেশি বড়, বিতর্কে নাই কিনারা
নয় কেহ নয়, নিজেরেই শুধু ভালোবাসে ওই চীনারা।
আরবরা পায় চারখানা বিবি, বান্ধবী চারিপাশে
তাহারা তথাপি মূলত নিজের উটকেই ভালোবাসে।
গিন্নি আছেন, তবু যে গোপনে বান্ধবীদের রাখে
দিনমান শেষে ভালোবাসে বীর বাঙালি তাহার মাকে।