রাজা-রানি ও বালক

নওরোজ ইমতিয়াজ

এক যে ছিল রাজা, তাহার চারটি ছিল রানি

এই কাহিনি কম বা বেশি আমরা সকলে জানি।

ছোট্ট বালক গল্প শুনিয়া বায়না ধরিল শেষে

‘আমিও চারটি বিবাহ করিব, গল্প রাজার বেশে

একটি রানি রান্না করিবে, একটি গুছাবে ঘর

একটি রানি হাত-পা টিপিবে সকাল-সন্ধ্যাভর

অন্য রানিটি গল্প শোনাবে, কপালেতে দেবে চুম।’

মাতা শুধালেন, ‘কোন রানি ল’য়ে রাত্তিরে দিবি ঘুম?’

‘তোমার কোলেই শোবো মা রাত্রে’ পুত্র কহিল হাসি

শুনিয়া মাতার চিত্ত জুড়িল, নয়ন জলেতে ভাসি

পুত্র-স্নেহেতে আকুল হইয়া মুছিয়া সে আঁখিজল

শুধালেন, ‘তবে রানিগণ শোবে কাহার সঙ্গে বল?’

শিশুর জবাব, ‘বাবাই ঘুমাবে, আর আছে বল গো কে?’

চিত্তানন্দে এই বেলা পানি আসিল পিতার চোখে।

Scroll to Top